ডাম্পারের ধাক্কায় মৃত স্কুল ছাত্রী, বিক্ষোভ স্থানীয়দের
আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। নাবালিকা ওই স্কুল ছাত্রীর নাম প্রীতি ঘোষ। শনিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহ থানার রাউতারি গ্রাম পঞ্চায়েত এলাকার শিমরালী থেকে ১২ নম্বর জাতীয় সড়কের রাওতার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ডাম্পার এসে ধাক্কা মারে ওই ছাত্রীকে। ঘটনাস্থলেই মারা যায় ওই স্কুল ছাত্রী। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন। চাকদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে শান্ত করে মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে স্থানীয় এলাকাতেই বাড়ি ওই স্কুল ছাত্রীর। শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য ছাত্রীটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল। আচমকাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ছাত্রীটি। ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তায় ডাম্পারের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের যাতায়াত করাই দায়। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।