আজকাল ওয়েবডেস্ক: রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ। গাছ কাটতে দেখে তা রুখে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইগাটা থানার জলেশ্বর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলেশ্বর হরিণঘাটা রাজ্যসড়কে জলেশ্বর এলাকায় রাস্তার দু’পাশে বেশ কিছু গাছ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার সকালে কয়েক জন ওই গাছ কাটছিল। যা দেখে গ্রামবাসীরা রুখে দেন। তাঁদের দাবি, যাঁরা কাটছিল তাঁরা গাছ কাটার কোনও অনুমতি দেখাতে পারেনি। স্থানীয়দের জেরার মুখে কাটা গাছ ফেলে চলে যায় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইগাটা থানার পুলিশ।
প্রশাসন সূত্রে খবর, পুলিশের হস্তক্ষেপে কাটা গাছগুলি বিডিও অফিসে নিয়ে আসা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে ধরা যায়নি। এলাকাবাসীদের দাবি, কারা কি উদ্দেশে গাছ কাটছিল প্রশাসন তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক।
জলেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমি সাহা বলেন, তারা জানতে পেরেছেন বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মোট চারটি গাছ কাটা হয়ছে। তবে গাছ কাটার বিষয় নিয়ে পঞ্চায়েতকে জানানো হয়নি। কি কারণে গাছগুলি কাটা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এবিষয়ে বিদ্যুৎ দপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গাছের ডাল কাটা হয়েছিল। কিন্তু গাছ কারা কেটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। কাটা গাছগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।