• কুপ্রস্তাবে সাড়া দেননি মহিলা, ভরা বাজারে অ্যাসিড ছুঁড়লেন প্রতিবেশী যুবক...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস মহিলা কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়। এখনও অধরা অভিযুক্ত।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা আইসিডিএস কর্মী হিসাবে কৃষ্ণনগর মধ্যপল্লি সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। তাঁর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই মহিলাকে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। অ্যাসিড হানায় গুরুতরভাবে জখম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।  

    ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত নেমেছে সাগর থানার পুলিশ।  
  • Link to this news (আজকাল)