আজকাল ওয়েবডেস্ক: স্বামীর অবৈধ সম্পর্ক জেনে ফেলায় এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার বালিদিয়ার গ্রামে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। পুলিশ ইতিমধ্যে দেহটি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম মলিনা বিবি। বেশ কয়েক বছর আগে মলিনা বিবির সঙ্গে বালিদিয়ার গ্রামের বাসিন্দা পেশায় শ্রমিক মুস্তাকিম শেখ নামে এক ব্যক্তির বিয়ে হয়েছিল। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অছিলাতে মুস্তাকিন এবং তাঁর পরিবারের লোকেরা মলিনার উপর অত্যাচার চালাত।
মৃত ওই মহিলার দাদা গোলাম মোস্তফা বলেন, 'এর আগে আমার বোনকে তিনবার খুন করার চেষ্টা করা হয়েছে। চতুর্থবারে মুস্তাকিন এবং তাঁর পরিবারের সদস্যরা সফল হল। আমার বোনের উপর তাঁর শ্বশুরবাড়ির লোকেরা নিয়মিত অত্যাচার চালাত।' তিনি জানান, 'গতকাল রাতে আমরা মুস্তাকিমের প্রতিবেশীদের কাছ থেকে খবর পাই আমার বোনের দেহ ওই বাড়ির শৌচাগারে পড়ে রয়েছে। বোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।' মৃতের পরিবার সূত্রে দাবি করা হয়েছে মুস্তাকিমের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং তারই প্রতিবাদ করেছিলেন মলিনা। সেই কারণে তাঁর উপর নিয়মিত অত্যাচার চালাত মুস্তাকিম এবং তাঁর পরিবারের সদস্যরা। মৃতার পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে মলিনাকে প্রচণ্ড মারধর করার পর শ্বাসরোধ করে খুন করে দেহ বাড়ির শৌচাগারে রেখে দেওয়া হয়েছিল।