• 'মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে', দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর দরবারে নাবালিকার পরিবার...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিউটাউনে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে চলেছে তার পরিবার। নাবালিকার বাবা-মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। 

    শুক্রবার নিউটাউন থানার পুলিশ নিউটাউন লোহার ব্রিজের কাছের পরিত্যক্ত জঙ্গল থেকে এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নাবালিকার বাড়ি স্বরূপনগর থানা এলাকায়। গত কয়েক বছর ধরেই নিউটাউন থানা এলাকায় ওই নাবালিকার বাবার কর্মসূত্রে ভাড়ায় থাকতেন। বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে ঝগড়া করে নাবালিকা বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরেই শুক্রবার ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহ কলকাতার একটি সরকারি হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ হাতে পাওয়ার পর শনিবার ভোররাতে স্বরূপনগর থানায় এলাকায় নিয়ে আসা হয়। তারপর ওই মৃত ছাত্রীর দেহ সৎকার করা হয় তার স্বরূপনগরের আদি বাড়িতে। 

    সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে মৃত নাবালিকার বাবা দাবি করেন, তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একাধিক জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে। দেহের একাধিক জায়গায় আঁচরের দাগও রয়েছে। থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। সেখানে দেখা গিয়েছে, আমার মেয়েকে মোটরবাইকের মাঝখানে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত সাজার দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাবো।
  • Link to this news (আজকাল)