বাঘাযতীনে নাম ভাঁড়িয়ে দুই তরণীকে ধর্ষণ ও প্রাণে মারার হুমকির অভিযোগ! গ্রেফতার ২ যুবক
আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিগত দু-তিন দিন ধরেই দুই তরুণীকে চলছিল যৌন নির্যাতন। এরপর পুলিশের ভয় দেখালে তাঁদেরকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ নিয়ে যাদবপুর থানার দারস্থ হয় দুই তরুণীর পরিবার। ঘটনাটি ঘটে যাদবপুর বাঘাযতীন এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ওই দুই নির্যাতিতা যুবতীর পরিবার শুক্রবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে। পদক্ষেপে বিলম্ব করেনি পুলিশ। গভীর রাতেই অভিযান চালে। শুক্রবার রাত ১১.৫০ নাগাদ অভিযুক্ত ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। এই দুই যুবক তাদের নাম পরিচয় পরিবর্তন করে এ ধরনের কুকর্ম চালিয়েছে বলে পুলিশ সূত্র খবর। অভিযুক্ত দু 'জনের মধ্যে একজনের নাম প্রতীকপাল (৩৭) ওরফে সায়ন, অপরজন তপন পাল ওরফে অনিকেত বসু। প্রতীক টিটাগড়ের নোনাচরণ পুকুর বাজার ও তপন নৈহাটির বিজয়নগরের বাসিন্দা।
ধৃতদের বিরুদ্ধে আরও অভিযোগ যে, তাঁরা ষড়যন্ত্র করে নিজেদের আসল নাম, পরিচয়, ঠিকানা গোপন করে দুই যুবতীকে যৌন হেনস্তা করেছেন। তারপর আপত্তি জানালে প্রাণে মারার হুমকি দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, শনিবারধৃত ২ যুবককে কোর্টে তোলা হলে আদালতের নির্দেশে পুলিশি রিমান্ডে আনা হয়েছে।