• 'আপের পর পাপ বিদায়', দিল্লি জয়ে উজ্জীবিত বঙ্গ BJP; কুণালের পাল্টা, '২৫০-র বেশি হবে'
    আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ২৭ বছর পর দিল্লি জয় বিজেপির। এবার বাংলা দখলের ডাক দিল উজ্জীবিত পদ্মশিবির। যার জবাবে ঘাসফুলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আড়াইশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'দিল্লি কা জিত হামারি হ্যায়, ২৬ মে বঙ্গাল কি বারি হ্যায়'।   

    শনিবার দিল্লির বিধানসভা ভোটে গেরুয়া ঝড়। ২৭ বছর পর ক্ষমতায় ফিরেছে বিজেপি। লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থেমে গিয়েছিল মোদীর দল। বিরোধী শিবিরের আকাশে তখন বসন্তের গান। কিন্তু সেই বসন্ত ক্ষণস্থায়ী হল না। বছর ঘোরার আগেই মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে ক্ষমতা দখল করল বিজেপি। এর মধ্যে মহারাষ্ট্র ও হরিয়ানায় বিরোধী শিবিরের দিকে পাল্লা ভারী ছিল। আবার দিল্লিতে তারা ২৭ বছর রাজ্যপাটের বাইরে। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। তার রেশ এসে পৌঁছেছে বাংলাতেও। 

    দিল্লির ভোট প্রচারে আপ-কে 'আপদ' বলে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনেই বাংলার 'শঙ্খনাদ' করল পশ্চিমবঙ্গ বিজেপি। তারা এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লিখল,'দিল্লিতে বিদায় হল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ'।             

    বিজেপির উৎসাহে জল ঢাললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,'২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৫০টির বেশি আসন পাবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই'।

    কুণাল বলছেন, 'বাংলায় প্রভাব । ওদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, দিল্লি হয়ে গিয়েছে এবার বাংলায় বদল হবে। দিল্লিতে হিন্দুরা ভোট দিচ্ছেন। আপ গিয়েছে, এবার মমতা পাপকে বিদায় করাই লক্ষ্য'।
  • Link to this news (আজ তক)