এক ধাক্কায় ৭ ডিগ্রি পারদ পতন, ফের শীতের আমেজ, কতদিন?
আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
কলকাতা-সহ গোটা রাজ্যে এক ধাক্কায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে ফের শীতের আমেজ ফিরেছে। গত কয়েকদিন ধরে উষ্ণ আবহাওয়া থাকলেও শুক্রবার থেকে পারদ পতনের ইঙ্গিত দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসই সত্যি করে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৫.৬ ডিগ্রিতে, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ ডিগ্রি কম। তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কেন কমল তাপমাত্রা?
আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তরে হিমালয় থেকে শীতল হাওয়া বাংলায় প্রবেশ করেছে। এর ফলে কয়েকদিনের জন্য পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে দীর্ঘস্থায়ী শীতের আশা নেই। কারণ, সোমবার থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হবে এবং ধীরে ধীরে শীত বিদায় নিতে শুরু করবে।
কুয়াশার দাপট কমেছে, শুষ্ক হবে আবহাওয়া
গত কয়েকদিন ধরে রাজ্যে ঘন কুয়াশার আধিপত্য থাকলেও শনিবার থেকে তার প্রকোপ অনেকটাই কমেছে। আলিপুর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এতদিন উত্তুরে হাওয়া আটকে ছিল, ফলে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাসের কারণে সকাল ও রাতের দিকে কুয়াশা তৈরি হচ্ছিল। কিন্তু ঝঞ্ঝা বিদায় নিতেই কুয়াশার পরিমাণ কমেছে।
তবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শনিবার ও রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে: দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বেশি কুয়াশা থাকতে পারে।
দক্ষিণবঙ্গে: পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে।
কলকাতার বর্তমান আবহাওয়া পরিস্থিতি
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩১ থেকে ৯৩ শতাংশের মধ্যে ছিল, ফলে আবহাওয়া শুষ্ক এবং তুলনামূলক আরামদায়ক থাকবে।
আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা, ফের বদলাবে আবহাওয়া
আবহাওয়া অফিস জানাচ্ছে, ৮ ফেব্রুয়ারি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ঝঞ্ঝার প্রভাবে বাংলার তাপমাত্রারও সামান্য পরিবর্তন হতে পারে।
শীতের বিদায় ঘণ্টা?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তের পারদ পতন দীর্ঘস্থায়ী হবে না। সোমবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ শীত পুরোপুরি বিদায় নেবে। তাই যারা এখনও শীত উপভোগ করতে চান, তাদের জন্য এটাই শেষ সুযোগ!