• আলিপুরদুয়ার শিক্ষিকার গয়না ছিনতাই, চাঞ্চল্য
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: সাতসকালে প্রকাশ্য দিবালোকে আলিপুরদুয়ারের রাস্তায় ছিনতাই। অভিযোগ, এক স্কুল শিক্ষিকার গলার সোনার হার এবং হাতে থাকা আংটি ছিনতাই করে পালাল বাইকে চড়ে আসা তিনজন যুবক। আজ, শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটে শহরের মহকাল ধাম মোড় সংলগ্ন বক্সা ফিডার রোডে। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঝুমা কর নামে ওই মহিলা রাজাভাতখাওয়া  হাইস্কুলের শিক্ষিকা। এদিন স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তখনই মহাকাল ধামে বাইক নিয়ে এসে হাজির হয় তিনজন যুবক। যুবকরা এসে তাঁকে বলে আজকাল চারিদিকেই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাই সোনার গয়নাগুলি তাঁর ব্যাগেই রেখে দেওয়া উচিত। এরপরই ঝুমাদেবী যখন অলঙ্কারগুলি খুলে ব্যাগে রাখতে যাচ্ছিলেন তখনই দুষ্কৃতীরা হার এবং আংটি নিয়ে বাইক চালিয়ে নিউ আলিপুরদুয়ারের রাস্তা ধরে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সূত্রের খবর, ক্যামেরায় ওই দুষ্কৃতীদের ছিনতাইয়ের আবছা ছবি উঠেছে। শুরু হয়েছে তদন্ত। 
  • Link to this news (বর্তমান)