• মাথাভাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৩টি দোকান
    বর্তমান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কোচবিহার: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী কোচবিহারের মাথাভাঙা শহর। আজ, শনিবার সকালে হঠাৎ করেই আগুন লেগে যায় মাথাভাঙা শহরের সংলগ্ন কান্দুরার মোড় এলাকায়। আগুনের জেরে ভস্মীভূত হয়েছে কমপক্ষে ৩টি দোকান। যদিও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


    দমকল ও পুলিস সূত্রে খবর, এই আগুনের জেরে একটি বিরিয়ানি ও একটি মুদিখানার দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়াও, পুড়ে গিয়েছে পাশের অপর একটি দোকানও। আগুন লাগার বিষয়টি স্থানীয়দের নজরে পড়তেই তাঁরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। তাঁদের অভিযোগ, দমকলকে খবর দেওয়া হলেও, দীর্ঘক্ষণ পরে অকুস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।


    অন্যদিকে, শহরের কাছেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, আগুনের জেরে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। এক ব্যবসায়ীর দাবি, অগ্নিকাণ্ডের জেরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পরেই ঘটনাস্থলে, পৌঁছেছে মাথাভাঙা থানার পুলিস। দমকল কর্মীদের অনুমান, শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)