আজ, শনিবার শেষ হল তিনদিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা (উত্তর)। তত্ত্বাবধায়ক পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর। বিদ্যাসাগর কলেজের আয়োজনে গত, বৃহস্পতিবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। উদ্বোধনের দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বাংলার ক্রিকেট কোচ লক্ষ্মীরতন শুক্লা। এছাড়াও ছিলেন বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডঃ নাতাশা দাশগুপ্ত, প্রশাসক ডঃ মধুমিতা মান্না, উচ্চশিক্ষা দপ্তরের জয়েন্ট ডিপিআই ডঃ আশিস ঘোষ, পর্যবেক্ষক ডঃ রাজর্ষি কর। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উত্তর কলকাতার ১৫টিরও বেশি কলেজ।