• আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
    দৈনিক স্টেটসম্যান | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • কয়েক সপ্তাহ ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনায় নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। সকালের দিকে ঠান্ডা, আবার বেলা বাড়তেই গরমের দাপট। মাঘ মাস যেতে না যেতেই কার্যত উধাও শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত শীতের দাপট খুব একটা দেখা যাবে না। মঙ্গলবার থেকেই রাজ্যে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। শনি, রবি তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

    কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা একেবারেই কম। কয়েকটি জেলায় শীতের দাপট দেখা যাবে। আপাতত কুয়াশা অব্যাহত থাকবে। রবিবার কালিম্পং এবং সোমবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ে কুয়াশারও দেখা মিলবে। যদিও রাজ্যের কোথাওই ঘন কুয়াশা কোনও সতর্কবার্তা নেই। রবিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতেহালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

    পশ্চিমের জেলাগুলিতেও কুয়াশা দেখা যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই উত্তরে হিমালয় থেকে শীতল হাওয়া বাংলায় প্রবেশ করেছে। এর ফলে কয়েকদিনের জন্য পারদ কিছুটা নিম্নমুখী হয়েছে। তবে দীর্ঘস্থায়ী শীতের আশা নেই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)