• রাতের শহরে হর্নের প্রতিবাদ! ‘স্ট্রিট ফাইটিং’ কলকাতায়, গ্রেফতার জাতীয় বক্সার...
    ২৪ ঘন্টা | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হর্ন বাজানোর প্রতিবাদ করাটাই কাল হয়েছিল। রাতের কলকাতায় সিনেমার কায়দায় ‘স্ট্রিট ফাইটিং’ গুরুতর জখম তিনজন। গ্রেফতার কিক বক্সিংয়ের জাতীয়স্তরের চ্যাম্পিয়ন আমন চৌধুরী। অভিযোগ অভিযুক্তকে প্রাথমিকভাবে গালিগালাজ এবং মারধর করার প্রতিবাদেই আক্রমণ চালান। পুলিসের অভিযোগ, এর সঙ্গে হেলমেট দিয়েও মারা হয় প্রতিবাদীদের। ওই ব‌্যক্তিদের চোখে, মুখে গুরুতর আঘাত লাগে। 

    আমনের পরিবারের অভিযোগ, তিন গাড়ি আরোহী প্রচণ্ড মদ‌্যপ অবস্থায় প্রথমে আমনকে অশ্লীল গালিগালাজ করেন ও তাঁর উপর হামলা চালান। তারই পালটা হিসেবে ওই ব‌্যক্তিদের মারধর করেছেন আমন। তবে সূত্রের খবর, আলিপুরের এসবিআই মোড়ের কাছে লাল সিগন‌্যালে একটি গাড়ি দাঁড়ায়। গাড়ির পিছনেই বাইক নিয়ে ছিলেন আমন। এরপর সিগন‌্যাল সবুজ হয়ে যাওয়ার পরও গাড়িটি চলতে শুরু করেনি। তাতেই বারেবারে আমন হর্ন দিতে শুরু করেন।

    পুলিসের কাছে আসা অভিযোগ অনুযায়ী রাত ১১টার পর ক্রমাগত হর্ন বাজানোর কারণে শব্দ দূষণের প্রতিবাদ করেন গাড়ির তিন আরোহী। রাত ১১টার পর ক্রমাগত হর্ন বাজানোর কারণে শব্দ দূষণের প্রতিবাদ করেন গাড়ির তিন আরোহী। তাঁরা গাড়ি থেকে নেমে এসে হর্ন বাজানো নিয়ে প্রশ্ন করেন। ওই আরোহীদের সঙ্গে আমনের বচসা হয়। রাস্তার উপর শুরু হয় গোলমাল। 

    প্রত্যক্ষদর্শী পুলিসকে জানান, মার খেয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করছিলেন তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁরা রাস্তায় পড়ে যাওয়ার পর আমন তাঁর বাইক নিয়ে বেরিয়ে যান। শুক্রবার আলিপুর আদালতে তোলা হলে আমন চৌধুরীকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে এই রাজ্যের হয়ে বিভিন্ন রাজ্যে জাতীয় স্তরে কিক বক্সিং চ‌্যাম্পিয়নশিপে যোগ দেন আমন। প্রচুর পুরস্কারও পেয়েছেন। জাতীয় চ‌্যাম্পিয়নও হয়েছেন। 

  • Link to this news (২৪ ঘন্টা)