স্টোর উদ্বোধনের এই বিশেষ দিনে 'জীবনধারায় প্রযুক্তির ভূমিকা' শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনাটি সঞ্চালনা করেন জনপ্রিয় আরজে প্রবীণ। এই আলোচনায় অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন লোকসভা সাংসদ নুসরত জাহান, শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজকর্মী সায়রা শাহ হালিম, নিউ বেঙ্গল কনসালটিং-এর প্রতিষ্ঠাতা ও সিইও দেবাশিস সেন, RPSG গ্রুপের ব্র্যান্ড রিসার্চ ও ম্যানেজমেন্ট প্রেসিডেন্ট ডঃ রূপালি বসু, আদিত্য গ্রুপের ভাইস চেয়ারম্যান অঙ্কিত আদিত্য এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী প্রীতি সরকার।
ইমাজিন ট্রেজার কলকাতার বাজারে অ্যাপল রিটেল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এই স্টোরে গ্রাহকরা পেতে পারেন অ্যাপলের সম্পূর্ণ পণ্যসারি, প্রিমিয়াম আনুষঙ্গিক সামগ্রী এবং ইন-স্টোর সার্ভিসিং সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপল কলকাতার ডিজিটাল অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।