• চোরাপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ফিরছিল, স্বরূপনগরে ধৃত ২ অনুপ্রবেশকারী
    প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরাপথে সীমান্ত পেরিয়ে আগেই এসেছিল দুই বাংলাদেশি। দিল্লি গিয়ে কাজও করছিলেন। ফের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার দুই অনুপ্রবেশকারী। শনিবার ভোররাতে তাঁদের দুজনকে উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

    ধৃত দুজনের নাম মিলন হোসেন ও জোৎস্না আক্তার। পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ওই দুজন চোরাপথে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিল। এরপর কাজের সূত্রে দিল্লিতে চলে গিয়েছিল। সেখান থেকেই ফের বাংলাদেশ ফেরার চেষ্টা করছিল তারা। শনিবার ভোররাতে দুজনে বসিরহাটের স্বরূপনগরের ভারত-বাংলাদেশ তারালি সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

    সেসময় বিএসএফ জওয়ানরা তাঁদের আটকান। তাঁদের পরিচয় জানতে চান। ভারতের বৈধ কাগজপত্রও দেখতে চান জওয়ানরা। কিন্তু কোনও কাগজপত্রই দুজনে দেখাতে পারেননি। চাপ দিলে সত্য কথা বেরিতে আসে। জানা যায়, তাঁরা দুজনেই বাংলাদেশের বাসিন্দা। এরপরই দুজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দালালদের মাধ্যমে তাঁরা এদেশে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। দিল্লিতে কোথায় কাজকর্ম করত তাঁরা? দুজনে কি আদৌ সত্যি বলছে? সেসব কিছু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

    অশান্ত বাংলাদেশের আবহে রাজ্যের সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে বিএসএফ জওয়ানদের। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহারের একাধিক জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছেন অনুপ্রবেশকারীরা। দিন কয়েক আগে বনগাঁর একাধিক জায়গায় হানা দিয়েও অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)