• আপকে জিতিয়ে অঙ্কে গোল্লা পেয়েছেন দেবাংশু, এবার হাজির করলেন অবাক তত্ত্ব
    হিন্দুস্তান টাইমস | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • দিল্লিতে আপকে কার্যত জিতিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে অঙ্ক কষে, হিসেব কষে তিনি জানিয়ে দিয়েছিলেন কতটা এগিয়ে থাকবে আপ।এমনকী কোন আসনে কে জিতবে সেটাও আগাম জানিয়ে দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। এখানেই শেষ নয়, তিনি লিখেছিলেন, 'এখনকার দিনে বেশিরভাগ এক্সিটপোলই বেডরুমের ভেতরে হয়।'

    তবে এবার দেখা গিয়েছে দেবাংশু যে অঙ্ক কষেছিলেন তার ধারে কাছে যায়নি দিল্লি ভোটের ফলাফল। এবার কী লিখলেন দেবাংশু?

    দেবাংশু লিখেছেন…

    'দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে প্রায় ৪৫.৮%; আম আদমি পার্টি পেয়েছে ৪৩.৫০%। তফাৎ মাত্র ২.৩০%। উল্টোদিকে কংগ্রেস ভোট পেয়েছে ৬.৩৬%।

    কংগ্রেস যদি নিজের ইগো ছেড়ে আপকে নিঃশর্ত সমর্থন দিত তাহলে বিজেপি বিরোধী শক্তির ভোট হত ৫০%; যা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হত।

    এভাবেই বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস। দেশের মানুষের মনে আজ সন্দেহ জাগছে, সত্যিই কংগ্রেস বিজেপির পরাজয় চায় কী? নাকি কোনও গোপন কারণে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী শক্তিগুলিকে ধ্বংস করা তাদের উদ্দেশ্য?'

    এদিকে দেবাংশুর এই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছেন, তোমার সমীক্ষার কী হল? নিজে জিততে পারো না। অন্যের সমালোচনা করো। অপর একজন লিখেছেন গোয়া মেঘালয়, ত্রিপুরা, অসমে কী করতে প্রার্থী দেয় তৃণমূল? তবে দেবাংশুর আগের সমীক্ষা নিয়ে কটাক্ষ করেছেন অনেকে।

    একবার নয়, বার বার দিল্লির ভোটে কী হতে পারে তা নিয়ে বিরাট অঙ্ক কষে ফেলেছিলেন দেবাংশু। আর এবার ভোটের ফলাফল বের হতেই দেখা গেল একেবারে হাসির খোরাক হয়েছেন দেবাংশু। হিসেব একেবারেই মেলেনি। এবার দিল্লিতে আপের পরাজয়ের সব দায় কার্যত কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিলেন দেবাংশু।

    আগে দেবাংশু কী লিখেছিলেন?

    ভোট শেয়ার

    আপ- ৫০ শতাংশ

    এনডিএ- ৪১.০০ শতাংশ

    ভারতের জাতীয় কংগ্রেস- ০৫.৫০ শতাংশ

    অন্যান্যরা- ০৩.৫০ শতাংশ

    আসন শেয়ার

    আপ-৪৭-৫৭

    এনডিএ- ১২-২২টি

    ভারতের জাতীয় কংগ্রেস- ০০-০১টি

    অন্যান্যরা ০০টি

    আপের নিশ্চিত আসন ৩৯টি

    আপ সামান্য কিছুটা এগিয়ে থাকতে পারে ০৮টিআসনে।

    ভোটের ফলাফল কী হয়েছে?

    সূত্রের খবর, ৭০ আসনের দিল্লি বিধানসভায় বিজেপি ৪৭ আসনে জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি ২৩টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে সরকার গঠনের পথে বিজেপি। হিসেব মিলল না দেবাংশু ভট্টাচার্যর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)