• পূর্ব মেদিনীপুর জেলায় আরও একটি সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • পূর্ব মেদিনীপুর জেলায় আরও একটি সমবায় নির্বাচনে জয়ী হলো তৃণমূল। এ বার ভগবানপুরে সমবায়ের নির্বাচনে সমস্ত আসনেই জয়লাভ করল রাজ্যের শাসক দল। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। 

    শনিবার ভগবানপুর-২ ব্লকের বিড়িবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেখানে আসন সংখ্যা ৯টি। সিপিএম দুটি আসনে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে, বিজেপি ৯টি আসনেই প্রার্থী দেয়। কিন্তু শাসক দলের স্বস্তি ফেরায় ফলাফল। কারণ সমস্ত আসনেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। উল্লেখ্য, এই সমবায় আগেও তৃণমূলের দখলেই ছিল। সেখানে মোট ভোটার সংখ্যা ৯৭৩। যার মধ্যে শনিবার ভোট পড়েছে ৭৯৬। বিকেল ৩টে পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর বিকেলে ঘোষণা হয় ফলাফল। স্বাভাবিকভাবেই ফলাফল সামনে আসার পরে সবুজ আবির ওড়ে সেখানে।  

    জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না এবং সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ জানা। যদিও এই জয়কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ভাগবাপুরের বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি অবশ্য পাল্টা দাবি করেছেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়নি। তবে এই পরাজয় নিয়ে পরে স্থানীয় নেতৃত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।’

    উল্লেখ্য, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরার আলংগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতি, বাঁকিপুট সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হয়েছিল তৃণমূল। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এই জয়গুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মতামত ওয়াকিবহাল মহলের। 

  • Link to this news (এই সময়)