• পড়াশোনার চাপে অকালে হারিয়ে যাচ্ছেন মেধাবীরা? মনের যত্ন নিতে IIT খড়্গপুরের বিশেষ উদ্যোগ ‘জ়েন লাউঞ্জ’
    এই সময় | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ উদ্যোগ খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষের। শুক্রবার ক্যাম্পাসের সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী হস্টেলে উদ্বোধন হলো জ়েন লাউঞ্জের। এই লাউঞ্জে প্রবেশ করলেই পড়ুয়ারা অনুভব করতে পারবেন শান্তির পরিবেশ। সামগ্রিক ভাবেই এই বিশেষ উদ্যোগটি পড়ুয়াদের জন্য এক উল্লেখযোগ্য পদক্ষেপ হতে চলেছে।

    আইআইটি খড়্গপুর সূত্রে জানা গেছে, অত্যাধুনিক এই জ়েন লাউঞ্জে থাকছে ছাত্রছাত্রীদের জন্য যোগা, ধ্যান (মেডিটেশন), নানা রকমের কর্মশালার ব্যবস্থা। এর ফলে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য আরও বিকশিত হবে বলে জানিয়েছেন আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর ও অধ্যাপিকা রিন্টু বন্দ্যোপাধ্যায়।

    পুলিশ সূত্রে খবর, খড়্গপুর আইআইটিতে ক্রমশ বাড়ছে অত্যধিক চাপ না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নেওয়ার মতো ঘটনা। সেই কারণেই পড়ুয়াদের এই বিশেষ উপহার বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের জনসংযোগ আধিকারিক।

    আরও জানা গিয়েছে, আইআইটি খড়্গপুরের এই জ়েন লাউঞ্জের উদ্যোগ মূলত প্রতিষ্ঠানেরই এক প্রাক্তনী ভি জি নারায়ণনের। তাঁর এই অসাধারণ ভাবনাটি সাদরে গ্রহণ করেছে প্রতিষ্ঠানের প্রাক্তনী আমেরিকার পার্থ ঘোষ এবং অশোক দে সরকার। পাশাপাশি এটি ‘উইমেন ইন লিডারশিপ’-এরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    খড়্গপুরের প্রাক্তনী ভিজি নারায়ণন বলেন, ‘আইআইটি খড়্গপুরের ছাত্রছাত্রীদের পড়াশোনা ও গবেষণা নিয়ে সব সময় ব্যস্ত থাকতে হয়। তাঁদের প্রতি মুহূর্তে নানা উদ্ভাবনী বিষয় নিয়ে চিন্তা করতে হয়। তাই সবার আগে তাঁদের মানসিক শান্তি ও খুশির প্রয়োজন। প্রয়োজন শরীর ও মনের সু-সংযোগ। জ়েন লাউঞ্জ পড়ুয়াদের শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে বলেই আমাদের ধারণা। পড়ুয়াদের এই সুস্থতা ও শক্তির খুব প্রয়োজন।’

  • Link to this news (এই সময়)