• ‘রোজ ডে’-তে প্রেমিকাকে পাঠানো বার্তা দেখে ঝগড়া, স্ত্রীকে গলা টিপে খুন করে পলাতক মুর্শিদাবাদের যুবক
    আনন্দবাজার | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • স্বামীর মোবাইলে হোয়াট্‌সঅ্যাপ চ্যাট দেখে ফেলেছিলেন স্ত্রী। সেই ‘অপরাধে’ বধূকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদারে রানিনগর থানার বালিদিয়ার গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ।

    পুলিশ সূত্রের খবর, মৃতার নাম মলিনা বিবি। কয়েক বছর আগে বালিদিয়ার গ্রামের বাসিন্দা মুস্তাকিন শেখের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, জামাই মুস্তাকিন হালে একটি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এ নিয়ে অশান্তি চলছিল স্বামী-স্ত্রীর। শুক্রবার ছিল ‘রোজ ডে’। সেই উপলক্ষে প্রেমিকাকে হোয়াট্‌সঅ্যাপ মেসেজে শুভেচ্ছা জানান মুস্তাকিন। তার পর মধ্যরাতে ‘প্রপোজ ডে’-র শুভেচ্ছা জানিয়ে আরও একটি মেসেজ পাঠান যুবক। স্বামীর ওই হোয়াট্সঅ্যাপ চ্যাট দেখে ফেলেন মলিনা। তাঁর মোবাইলে হাত দেওয়ায় স্ত্রীকে বেধড়ক মারধর করেন মুস্তাকিন। তাতেই মৃত্যু হয়েছে বধূর।

    মৃতার দাদা গোলাম মোস্তাফা বলেন, ‘‘অন্য এক মহিলার সঙ্গে স্বামীর সর্ম্পক জেনে ফেলায় প্রতিবাদ করেছিল বোন। তাতেই পরিকল্পনা করে ওকে খুন করেছে মুস্তাকিন।’’ তিনি জানান, শুক্রবার রাতে মুস্তাকিনের এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে বোনের শ্বশুরবাড়িতে ছুটে যান তাঁরা। পৌঁছে দেখেন বাড়ির শৌচাগারে পড়ে রয়েছে বোনের নিথর দেহ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, মলিনাকে শ্বাসরোধ করে খুন করে দেহ বাড়ির শৌচাগারে রেখে দেওয়া হয়েছিল।

    পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।

  • Link to this news (আনন্দবাজার)