বাংলা থেকে বিহারে মাদক পাচারের চেষ্টা? পুলিশের জালে ২। ধৃতরা বিহারের বাসিন্দা। তাদের মধ্যে ১ জন নাবালক।
মালদার গাজোলের ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাদক পাচার করার চেষ্টা করা হতে পারে, শনিবার গোপন সূত্রে এই খবর পায় পুলিশ। সেই মোতাবেক জাতীয় সড়কের উপর এ দিন সকাল থেকেই কড়া নজর ছিল পুলিশের। এ দিন গাজোলের কোদুবারি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি সন্দেহজনক গাড়িকে চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। গাড়িটি থেকে উদ্ধার হয়েছে ৫১৩ গ্রাম নিষিদ্ধ মাদক, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গাড়িটিকে আটক করা হয়েছে।
গাড়ির মধ্যে এক নাবালক-সহ ২ জন ছিল। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ব্যক্তির নাম রাহুল কুমার (২৫)। ২ জনের বাড়িই বিহারের তেত্রী এলাকায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বিহারে। শুধু ওই দু’জন নয়, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।
ধৃতদের জেরা করে এই চক্রের জাল ছাড়াতে চাইছে পুলিশ। আন্তরাজ্য মাদক পাচার চক্রের মূল মাথা কে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। কিছুদিন আগে বারুইপুরে খোদার বাজারের মণ্ডল পাড়ায় অভিযান চালিয়েছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই সময়েই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। ঘটনায় মোকলেশ খান নামে এক ব্যক্তি এবং তাঁর শাশুড়ি সেরিনা বিবিকে গ্রেপ্তার করা হয়। শাশুড়ি এবং জামাই মিলে এই মাদক পাচারের কারবার করতেন বলে সন্দেহ পুলিশের।