• ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন, নিউ টাউনের নাবালিকার মৃত্যুর ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
    এই সময় | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিউ টাউনে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। 

    সূত্রের খবর, এই রিপোর্ট অনুযায়ী, প্রথমে ধর্ষণ করা হয় নাবালিকাকে। পরে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। নাবালিকার শরীরে একাধিক জায়গায় নখের আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। কে বা কারা এই অপরাধের সঙ্গে যুক্ত? উত্তর খুঁজছে পুলিশ।

    তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জানা গিয়েছে, রাতে বাড়ি থেকে বার হওয়ার পরে গৌরাঙ্গনগরে একটি মোটরবাইকে ওঠে নাবালিকা। বাইকে চালক-সহ ২ যুবক ছিল। ঘটনার তদন্তে নেমে প্রথম থেকেই পুলিশের অনুমান ছিল, পূর্ব পরিচিতরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। কারণ যেখানে নাবালিকার দেহ পাওয়া গিয়েছিল সেখানে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার কোনও চিহ্ন ছিল না। কার বাইকে সওয়ার হয়েছিল নাবালিকা? খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের জাল অনেকটাই গুটিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিউ টাউন থানার পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি ফরেন্সিকের একটি দলও। 

    জানা গিয়েছে, সন্দেহভাজন যুবকদের নাগাল পেতে সক্রিয় পুলিশের একাধিক টিম। উল্লেখ্য, শুক্রবার সকালে নিউ টাউন লোহাপুলের কাছে একটি পরিত্যক্ত বাগানের মধ্যে উদ্ধার হয়েছিল এক নাবালিকার অর্ধনগ্ন দেহ। বছর ১৪-র ওই নাবালিকার শরীরের উপরের অংশে হুডিযুক্ত একটি জ্যাকেট থাকলেও নিন্মাঙ্গ ছিল অনাবৃত। তার দেহের পাশ থেকে কমলালেবুর টাটকা খোসাও পাওয়া গিয়েছিল। 

    পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর বয়স ১৪। সে মা এবং বোনের সঙ্গে নিউ টাউনের গৌরাঙ্গনগরে ভাড়া বাড়িতে থাকত। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। তার আদি বাড়ি উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার রাত থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা নিউ টাউন থানায় একটি মিসিং ডায়েরিও করেছিল। 



    (তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ)



  • Link to this news (এই সময়)