আজকাল ওয়েবডেস্ক: সিপিআইএম থেকে সাসপেন্ড উত্তর ২৪ পরগনার দমদম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। তবে এখনও দলীয় বৃত্তেই তাঁর ঘোরাফেরা। কিন্তু, শনিবার দেখা গেল এক অন্য ছবি। এ দিন বইমেলায় তন্ময় ভট্টাচার্যকে বিজেপির স্টলে দেখা যায়, ছিলেন ঘন্টা খানেক। এমনকি ওই স্টল থেকে বই-ও কিনেছেন বাম আদর্শে বিশ্বাসী প্রাক্তন এই বিধায়ক।
মাথায় কাস্তে-হাতুড়ি প্রতীক আঁকা লাল টুপি পরেই বিজেপির মুখপত্র জনবার্তা স্টল থেকে তন্ময় ভট্টাচার্য কিনেছেন, 'আল্লাহ আমাদের কাঁদতে দাও', 'ছাগলাদ্য নেতৃত্ব এবং কাশ্মীর', 'শয়তানেরা ঘুমোয় না', 'ভারতে মোছলমান শাসনে হিন্দুদের দশা', 'দিব্যজ্ঞান নয় কান্ডজ্ঞান চাই',' নষ্ট্রাডামাসের সেঞ্চুরি ও পৃথিবীর ভবিষ্যৎ'। বইমেলায় জনবার্তার স্টলে তন্ময়ের পাশে দেখা যায় বিজেপি নেত্রী ওফেলিয়া সিনহাকে। এক সময় এই এফেলিয়াই সিপিআইএমে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। এছাড়া ছিলেন, যুব মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি অমিতাভ রায়।
তন্ময় ভট্টাচার্য বিজেপি মুখপত্রের স্টলে যাওয়ায় অন্য সমীকরণের ইঙ্গিত পেতে শুরু করেছেন অনেক রাজনীতির কারবারি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভিন্ন আদর্শের দলীয় মুখপত্রের স্টলে গিয়ে আসলে বাম নেতৃত্বদেরই বার্তা দিতে চেয়েছেন তন্ময়। তবে, শনিবার এই নিয়ে কোনও মন্তব্য করেননি সাসপেন্ডেড সিপিআইএম নেতা।
তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। সিপিআইএমের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তার তদন্ত করে। তন্ময়ের বিরুদ্ধে কোনও প্রমাণ না পেলেও তাঁকে দল থেকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়।