কোন দিশায় এগোবে তৃণমূলের নয়া স্বাস্থ্য সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন? প্রথম সভায় জানিয়ে দিলেন নেত্রী শশী পাঁজা
আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত হল প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের প্রথম সভা, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডা. শশী পাঁজা, মানস ভুইয়া, ডা. নির্মল মাজি, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক সিনিয়র ডাক্তাররা। এই সংগঠনের কথা মন্ত্রী ডা. শশী পাঁজা আনুষ্ঠানিকভাবে পূর্বেই জানিয়েছিলেন। এবার সেই সংগঠনের কার্যকরী সমিতির সভা অনুষ্ঠিত হয় উত্তর কলকাতায়।
এই সংগঠনের জন্ম হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। শনিবার মূলত ৪৫ জন নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় মন্ত্রী শশী পাঁজার নেতৃত্বে। এই সংগঠনের উদ্দেশ্য রাজ্যের স্বাস্থ্য বিভাগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও পরিষেবা মসৃণভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
শনিবার সভায় মন্ত্রী শশী পাঁজা জানান, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন তুলে ধরতেই এই বৈঠক। ইতিমধ্যে অনলাইন মেম্বারশিপে যথেষ্ট সাড়া মিলেছে। সংগঠনকে জেলাস্তরে পৌঁছে দিতে হবে।
মন্ত্রীর অভিযোগ, কিছু ডাক্তার পরিষেবা দিচ্ছেন না, জেলা ছেড়ে কলকাতায় চলে আসছেন। এতে সরকারের বদনাম হচ্ছে। এরপরই শশী পাঁজা জানান, কিছু চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে। যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মুখ্যমন্ত্রী নজরেও আনা হয়েছে।
দলের তরফে মন্ত্রী শশী পাঁজা বলেন, "আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতৃত্বে সংগঠন হবে। তৃণমূল করছে বলে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কর্মী হওয়ায় দায়বদ্ধতা থাকে। প্রগ্রেসিভ হেলথ এসোসিয়েশন প্রতিটি জেলায় যাবে। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরোধিতা করছেন তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করতেই পারেন, কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে কোনও রাজনীতির জায়গা নেই। ডিউটি না করে সরকারকে হেনস্থা করবেন না।"