• দিল্লির পর ‘এবার বদল বাংলায়’, হুঙ্কার শুভেন্দুর, পাল্টা কুণাল
    দৈনিক স্টেটসম্যান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • দিল্লির বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আপ-কে পরাজিত করে বিজেপি কুর্সিতে বসতে চলেছে। ২৭ বছর পর ফের বিজেপি ক্ষমতায় আসতেই তাল ঠুকতে শুরু করেছে রাজ্য বিজেপি। দিল্লির মতো বাংলাতেও পালাবদল হবে বলে তাঁরা আশায় রয়েছেন। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছেন ‘এবার বদল বাংলায়’। কিন্তু তৃণমূলে নেতা কুণাল ঘোষ সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক বলেন, দিল্লির ভোটের ফলাফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না।

    কুণাল বলেন, ‘২০২৬, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তৃণমূল আড়াই শোর বেশি আসন নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাকি কোথায় কী হল, আমাদের বিষয় নয়। দিল্লির বিষয় দিল্লিতে। এখানে কোনও মন্তব্য নেই। বাংলায় ওসবের প্রভাবও নেই।’

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিষাদল থেকে বলেন, ‘ঐক্যবদ্ধ হোন, বাংলাতেও পরিবর্তন হবে।’ অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতার তৃণমূল সরকারকে হঠিয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেছেন। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারের দাবি, ২০২৬-এ বাংলায়ও বদল হবে, তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির।

    এদিকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন। বাংলাতেও বদল আসবে।’ একই স্লোগান তোলা হয়েছে বিজেপির ওয়েস্টবেঙ্গল পেজেও। সেখানে বলা হয়েছে, ‘দিল্লিতে বিদায় হল আপ। এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ।’

    উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজ্যে বিজেপির বৃদ্ধি হতে থাকে। ২০১৮ সালের পঞ্চায়েতে ভালোই ভোট পেয়েছিল গেরুয়া শিবির। পরের বছর ২০১৯ -এর লোকসভা নির্বাচনে ১৮টি লোকসভায় জয়লাভ করে সাড়া ফেলে দিয়েছিল বিজেপি। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভাঙিয়ে অনেককে প্রার্থী করেও সফলতা পায়নি। কার্যত মুখ থুবড়ে পড়ে। ‘এবার দুশো পার’ স্লোগান দিয়েও মাত্র ৭৭-আসনেই থামতে হয়েছিল তাদের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আরও শোচনীয় অবস্থা হয়েছে। ৬টি আসন হারিয়ে ফের দুর্বল হয়ে পড়েছে রাজ্যের গেরুয়া শিবির। ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে সুকান্ত-শুভেন্দু ব্রিগেড। তা সত্ত্বেও দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তনে বাংলার মানুষের মনে পরিবর্তনের আশা করছেন তাঁরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)