• মাধ্যমিকের জন্য ভোর থেকেই বিশেষ বাস, থাকবে অটো-ট্যাক্সিও
    প্রতিদিন | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নব্যেন্দু হাজরা: সোমবার থেকে শুরু হচ্ছে মাধ‌্যমিক পরীক্ষা। আর পরীক্ষার্থীরা যাতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সে কারণেই পরিবহণ নিগমের তরফে বিশেষ বাস পরিষেবা দেওয়া হচ্ছে। পরীক্ষা স্পেশাল লেখা বাসগুলো রাস্তায় ভোর থাকতেই চলবে বলে জানানো হয়েছে। পরীক্ষার দিনগুলোয় সকাল ৬টা থেকে ১০টা এবং দুপুর দু’টো থেকে পাঁচটা পর্যন্ত রাস্তায় এই বিশেষ বাস দেখা যাবে। অভিভাবক এবং পরীক্ষার্থীরা তাতে উঠতে পারবেন। সঙ্গে রাখতে হবে অ‌্যাডমিড কার্ড। তবে বাসে জায়গা থাকলে সাধারণ যাত্রীরাও তাতে উঠতে পারবেন।

    শুধু শহর নয়, মাধ‌্যমিক পরীক্ষার দিনগুলোয় ভোর থেকেই সচল থাকবে শহরতলি থেকে জেলাও। সরকারি-বেসরকারি বাস, অটো, টোটো, ট‌্যাক্সি, ক‌্যাব সব কিছুরই দেখা মিলবে বলে জানানো হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। খোলা থাকবে কন্ট্রোলরুমও। কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছোতে সমস‌্যায় পড়লে কন্ট্রোলরুমে ফোন করতে পারবেন। নম্বর হল ০৩৩-২২৩৬০৪৬২, ০৪৬৩। পরীক্ষার দিনগুলোয় পরিবহণ দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)