• বিজেপির স্টলে ‘সাসপেন্ডেড’ সিপিএম নেতা তন্ময়, ছবির জন্য দিলেন পোজও
    প্রতিদিন | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শনিবার দুপুরে সিপিএমের ‘সাসপেন্ডেড’ নেতা তন্ময় ভট্টাচার্যকে দেখা গেল কলকাতা বইমেলায় বিজেপির বুকস্টলে। সেখানে ঘণ্টাখানেক ছিলেন তিনি। বিজেপির মুখপত্র ‘ভারতীয় জনবার্তা’র স্টলের ভেতরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জে পি নাড্ডা থেকে শুভেন্দু ও সুকান্তদের ছবির সামনে রীতিমতো পোজ দিয়ে দাঁড়িয়ে বিজেপি নেতাদের সঙ্গে ছবিও তুললেন তন্ময়। কয়েকটি বইও কিনলেন। গেরুয়া শিবিরের বুক স্টলে সিপিএম নেতার চলে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

    সূত্রের খবর, এদিন দুপুরে হঠাৎ ‘জনবার্তা’র স্টলে ঢুকে পড়েন উত্তর ২৪ পরগনার এককালের এই দাপুটে সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক। তখন বুক স্টলে ছিলেন বিজেপির রাজ‌্য নেতা অমিতাভ রায় এবং দলের তরফে স্টলের অন‌্যতম দায়িত্বপ্রাপ্ত সাধন তালুকদার। অমিতাভ বলেন, “মাথায় সিপিএমের প্রতীক আঁকা লাল টুপি পরে ছিলেন। ছয়টা বই নিয়েছেন। সেটা আমরা উপহার হিসেবেই দিয়েছি।”

    এক মহিলা সাংবাদিককে হেনস্তার অভিযোগে সিপিএমের তদন্ত কমিটি ছয় মাসের জন‌্য সাসপেন্ড করেছে তন্ময়কে। এই অবস্থায় বারাসতে অনুষ্ঠিত উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের সম্মেলনেও তিনি ছিলেন না। তবে সম্মেলনস্থলের বাইরে তাঁকে একবার দেখা গিয়েছিল। কিন্তু শনিবার বইমেলায় একেবারে বিজেপির বুকস্টলে তন্ময়ের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠতে শুরু করেছে, সিপিএমের প্রতি ‘ক্ষুব্ধ’ তন্ময় কি বিজেপির দিকে ঝুাঁকছেন? সিপিএমের প্রতীক আঁকা লাল টুপি মাথায় দিয়ে এদিন বিজেপির বুকস্টলে গিয়ে দীর্ঘ একটি ঘন্টা কাটিয়ে, ছবি তুলে তন্ময় আলিমুদ্দিনকেই যে বার্তা দিতে চেয়েছেন, তা স্পষ্ট।
  • Link to this news (প্রতিদিন)