• নারীকেন্দ্রিক ছবিতে টলিউডের দুই ‘হেভিওয়েট’ স্বস্তিকা-পাওলি, আসছে ‘বিবি পায়রা’
    প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • শম্পালী মৌলিক: আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন ইন্ডাস্ট্রির স্বার্থে, ভালো ছবির তাগিদে হেভিওয়েট হিরোরা জুটি বাঁধছেন, কিংবা এক ছবিতে দেখা দিচ্ছেন গুরুত্বপূর্ণ রোলে। এবার বাংলা ইন্ডাস্ট্রির অন‌্যতম শক্তিশালী দুই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‌্যায় (Swastika Mukherjee) এবং পাওলি দাম (Paoli Dam) জুটিকে দেখা যাবে অর্জুন দত্তর আগামী ছবি ‘বিবি পায়রা’তে।

    কাহিনি, চিত্রনাট‌্য, সংলাপ লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র যৌথভাবে। প্রসঙ্গত, ২০১৫ সালে মৈনাক ভৌমিকের ‘ফ‌্যামিলি অ‌্যালবাম’ ছবিতে পাওলি-স্বস্তিকাকে জুটিকে দেখেছিল দর্শক। তারপর সুমন মুখোপাধ‌্যায়ের ‘অসমাপ্ত’ (২০১৭) ছবিতে তাঁরা ছিলেন, তবে একসঙ্গে নয়। এত বছর পরে আবার তাঁদের একত্রে পাওয়া যাবে। স্বস্তিকার বিপরীতে থাকছেন অনির্বাণ চক্রবর্তী। নিঃসন্দেহে ছকভাঙা এক জুটি উপহার পেতে চলেছেন দর্শকরা। এছাড়া অন‌্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সুব্রত দত্ত, অনিন্দ‌্য সেনগুপ্ত, অঙ্কিতা মাঝি, ভবানী মুখোপাধ‌্যায় ও লোকনাথ দে। ছবিটি সিচুয়েশনাল কমেডি। সামাজিকভাবে পিছিয়ে পড়া দুজন মহিলা, যাদের জীবন চলেছে প্রতিকূল পরিস্থিতির মধ‌্য দিয়ে। এবার কীভাবে তাদের জীবনের মোড় ঘুরবে? ভালো থাকার রাস্তার খোঁজে অসংখ‌্য ঝুঁকির সম্মুখীন হয় তারা। পাকেচক্রে চারপাশের মানুষদেরও সমস‌্যায় ফেলে দেয় তারা। পারবে কি দুজনে এই অভিযানে সফল হতে? এই নিয়ে গল্প এগোবে। পরিচালক বলছেন, “এরকম বিষয় নিয়ে বাংলা ছবি হয়নি। আমি ভীষণ এক্সাইটেড কাস্টিং নিয়ে। স্বস্তিকাদির সঙ্গে এটা আমার তৃতীয় কাজ। পাওলিদির সঙ্গে ছোট একটা হিন্দি কাজ করেছি কিন্তু এখনও সেটা আসেনি। দুজনকে একসঙ্গে পেয়ে আমি খুব খুশি। দুজনেই অত‌্যন্ত পাওয়ারফুল অ‌্যাক্টর। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ নিয়েও আমি খুব উচ্ছ্বসিত। সুব্রত দত্ত রয়েছেন খুব ইন্টারেস্টিং চরিত্রে। এছাড়া আরও অনেক গুণী অভিনেতা যুক্ত রয়েছেন এই ছবির সঙ্গে।”
  • Link to this news (প্রতিদিন)