‘রায়বাঘিনী ভবশঙ্করী’র চরিত্রে শুভশ্রী, বাংলার দোর্দণ্ডপ্রতাপ মহারানিকে নিয়ে পিরিয়ড ড্রামা শুভ্রজিতের
প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘বিগ ফ্রাইডে’ চমক! ‘দেবী চৌধুরানী’র পর এবার বাংলার ষোলো শতকের দোর্দণ্ডপ্রতাপ মহারানি ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র রাজকাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। আর সেই ছবিতেই ‘ভবশঙ্করী’র ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ‘বিনোদিনী’, ‘দেবী চৌধুরানী’র পর টলিউডের পর্দায় ধরা দেবে ইতিহাসনির্ভর আরও এক নারীকেন্দ্রিক চরিত্র।
পরিচালক শুভ্রজিৎ মিত্র ইতিহাসসমৃদ্ধ বাংলার দাপুটে নারীদের নিয়ে ‘ক্যুইনস অব বেঙ্গল’ ট্রিলজি তৈরিতে হাত দিয়েছেন। সেই প্রেক্ষিতে ‘দেবী চৌধুরানী’ ছবিটি দিয়েই সফর শুরু করেছেন তিনি। এবার তাঁর ট্রিলজির দ্বিতীয় সিনেমা ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র ঘোষণা করলেন শুক্রবার। মুখ্য ভূমিকায় টলিউডের দুঁদে অভিনেত্রী শুভশ্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পর ট্রিলজিতে নারীকেন্দ্রিক চরিত্র তুলে ধরার দায়িত্ব শুভশ্রীর হাতেই সঁপে দিয়েছেন শুভ্রজিৎ। পরিচালক জানিয়েছেন, ‘দেবী চৌধুরানী’কে নিয়ে গবেষণা করার সময়েই মহারানি ভবশঙ্করীর বিষয়ে বেশ কিছু তথ্য পান তিনি। ষোলো শতকের মোঘল আমলে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ভবশঙ্করীর বীরত্ব, ব্যক্তিত্ব মুগ্ধ করে পরিচালককে। আর ঠিক সেইসময়েই শুভ্রজিৎ ‘রায়বাঘিনী ভবশঙ্করী’ তৈরি করার পরিকল্পনা করে ফেলেন। ট্রিলজির তৃতীয় নারীকেন্দ্রিক চরিত্রের হদিশও তিনি পেয়ে গিয়েছেন ইতিমধ্যে। রানি ভবানীর কাহিনির প্রেক্ষাপটে সেই সিনেমা করার ইচ্ছে রয়েছেন তাঁর। তবে আপাতত ‘রায়বাঘিনী ভবশঙ্করী’র প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ত শুভ্রজিৎ মিত্র।