• বইমেলায় হাজির ‘ড্যানি ডিটেকটিভ’, পর্দাতেও কি ফিরবে? ফাঁস করলেন স্বয়ং অঞ্জন দত্ত!
    আনন্দবাজার | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বইমেলায় তারকাদের আনাগোনা থাকেই। ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাও তারকাখচিত। সম্প্রতি সেখানে এসেছিলেন পরিচালক-অভিনেতা-লেখক অঞ্জন দত্ত। এ বছর তাঁর ‘ড্যানি ডিটেকটিভ’ ফের দুই মলাটে আত্মপ্রকাশ করেছে। এটি চতুর্থ কাহিনি। প্রকাশনা সংস্থার প্যাভিলিয়নে উপস্থিত ছিলেন লেখক।

    সম্প্রতি মুক্তি পেয়েছে অঞ্জন অভিনীত ‘এই রাত তোমার আমার’ ছবিটি। দর্শক-সমালোচক উভয়েই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। এ দিন তিনি প্যাভিলিয়নে পা রাখতেই ঘিরে ধরেন পাঠকেরা। সেখান থেকেই আনন্দবাজার অনলাইনকে অঞ্জন জানিয়েছেন, পর্দাতেও আবার ফিরছে অভিনীত-সৃষ্ট গোয়েন্দা। ২০২১ সালে ওয়েব সিরিজ়ে অঞ্জন বন্দি করেছিলেন তাঁর গোয়েন্দাকে। সিরিজ়ে তিনিই মুখ্য ভূমিকায়। তাঁকে ঘিরে ছিলেন বরুণ চন্দ, সুপ্রভাত দাস, সুদীপা বসু, অঙ্কিতা চক্রবর্তী, সমদর্শী দত্ত প্রমুখ। অ়ঞ্জন আরও বলেছেন, “এ বার আরও ভাল প্রযোজক, পরিবেশকের খোঁজে রয়েছি। খোঁজ পেলেই শুটিং শুরু করব। আগের বার যাঁরা অভিনয় করেছিলেন তাঁদের সঙ্গে কাজ করার ইচ্ছে, দেখা যাক।”

    এ দিন অঞ্জন ছাড়াও বইমেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, গীতিকার বারিশ। বই সংগ্রহকারীদের অভিনেতা হাসিমুখে তাঁর বইয়ে সই দেন। প্রসঙ্গত, ডিটেকটিভ ড্যানি শহরের একটি ছোট্ট গোয়েন্দা সংস্থা। যার কর্ণধার ড্যানি একটি অপহরণ মামলার তদন্তে গিয়ে খুন হয়। সেই সংস্থার অন্যতম সদস্য সাংবাদিক সুব্রত মামলার কিনারা করে। শনাক্ত করে ড্যানির খুনিকে এবং সংস্থার দায়িত্ব নেয়। পর্দায় আগামী পর্বে সুব্রত কোন ঘটনার তদন্তে নামবে? অঞ্জন এখনই সে বিষয়ে কথা বলতে নারাজ।
  • Link to this news (আনন্দবাজার)