• মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলাদা শয্যা থাকবে হাসপাতালে, হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের
    আনন্দবাজার | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা জানাল স্বাস্থ্য ভবন। পিছিয়ে নেই কলকাতা পুলিশও। পরীক্ষার্থীদের জন্য তারা চালু করেছে হেল্পলাইন নম্বর। সমস্যায় পড়লে ফোন করা যাবে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে।

    সোমবার থেকে শুরু হয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। সমস্ত সরকারি হাসপাতালগুলিকে ‘সিক বেড’ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও পরীক্ষার্থী অসুস্থ হলে সেখানে ভর্তি করানো যেতে পারে। চিকিৎসার পাশাপাশি, অসুস্থ পরীক্ষার্থীদের কাউন্সেলিং করানোর ব্যবস্থাও রাখতে হবে হাসপাতালে। ব্লক সদর দফতরে অ্যাম্বুল্যান্স রাখার নির্দেশও দিয়েছে স্বাস্থ্য ভবন। পাশাপাশি, প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে আশা কর্মীদের উপস্থিত থাকতে হবে।

    অন্য দিকে, শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধ্যমিক শিক্ষা পর্ষদের দফতরে ১০৬টি স্কুলের আধিকারিকেরা এসে ১৪১ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছেন। সোমবার থেকে ওই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে।

    চলতি বছর মাধ্যমিক দিচ্ছে মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী। গত বছরের থেকে ৬২ হাজার বেশি। এর মধ্যে ৪,২৮,৮০৩ জন ছাত্র এবং ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে। ৪২৩ জন ‘কাস্টোডিয়ান’ থাকছেন। তাঁদের কাছে ইতিমধ্যেই প্রশ্নপত্র চলে গিয়েছে। গত বছরের মতো এ বছরেও কড়া নজরদারিতে পরীক্ষা হবে। মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষাহলে প্রবেশ নিষিদ্ধ। গত বছর এই কারণে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল।

  • Link to this news (আনন্দবাজার)