নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন। একের পর এক ঝুপড়ি আগুন পুড়ে খাক হয়ে গিয়েছে। অন্তত ৩০টি ঝুপড়ি আগুনে পুড়ে গিয়েছে বলে খবর। একটি পিক আপ ভ্য়ান রাস্তার ধারে ছিল। সেই ভ্য়ানেও আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দমকলে খবর যায়। দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে যায়। অন্তত ২০০টি ঝুপড়ি রয়েছে এলাকায়।
প্রথমে ১০টা ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছিল। সব মিলিয়ে ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। মূলত আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেটা দেখা হচ্ছে। সর্ট সার্কিট নাকি অন্য় কোনও কারণে আগুন লেগেছে তা দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই আগুন ধরে যায়। দাউ দাউ করে একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। বস্তির কাছেই একটি পিক আপ ভ্য়ান ছিল। সেই গাড়িতেও দাউ দাউ করে আগুন ধরে যায়। নারকেলডাঙা থানা থেকে পুলিশ আসে। আগুনে বস্তির বহু ঘর পুড়ে গিয়েছে। ভেতরে যা কিছু ছিল সব আগুনে শেষ। তবে হতাহতের কোনও খবর মেলেনি। বাসিন্দারা সব হারিয়ে একেবারে পথে বসে গিয়েছেন। গভীর রাত পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে।