• কাস্তে-হাতুড়ি ছাপ লাল টুপি পরেই বইমেলায় বিজেপির স্টলে তন্ময়!
    হিন্দুস্তান টাইমস | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আবারও খবরের শিরোনামে সিপিআই তাঁর দেখা পাওয়া গেল কলকাতা বইমেলায়। তার থেকেও বড় কথা হল, বিভিন্ন সংবাদমাধ্যমে তন্ময়ের যে ছবি প্রকাশ্য়ে এসেছে, তাতে দেখা যাচ্ছে - তন্ময় রয়েছেন বইমেলার বিজেপির স্টলে। সূত্রের দাবি, তিনি নাকি সেখান থেকে বইও কিনেছেন!

    খুব স্বাভাবিকভাবেই তন্ময়কে বিজেপির স্টলে দেখে উৎসাহীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জল্পনা শুরু হয়েছে, তবে কি এবার বামপন্থা ছেড়ে দক্ষিণে ঝুঁকছেন প্রবীণ এই রাজনীতিক? না, তন্ময় বা সংশ্লিষ্ট কোনও তরফেই এমন কোনও দাবি বা সম্ভাবনা সামনে আসেনি। কিন্তু, তাতে কি আর জল্পনা থামে? তাই, তন্ময়কে নিয়েও ইতিউতি আলোচনা শুরু হয়ে গিয়েছে।

    যদিও এক্ষেত্রে লক্ষ্যণীয় হল, বিজেপির স্টলে দাঁড়িয়ে হাসিমুখে তন্ময় যে ছবি তুলেছেন, তাতে তাঁর মাথায় সিপিআই-এর প্রতীক-সহ লাল টুপিও দেখা গিয়েছে!

    মাস কয়েক আগেই একটি কেলেঙ্কারিতে নাম জড়ায় প্রবীণ বাম নেতা তন্ময় ভট্টাচার্যের। এক তরুণী সাংবাদিককে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন সেই তরুণী। পরবর্তীতে থানায় তন্ময়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি।

    তার ভিত্তিতে তদন্ত শুরু করে বরাহনগর থানার পুলিশ। তরুণীর বয়ান নেওয়া হয়। তন্ময়কেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। অন্যদিকে, ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে তন্ময়কে ছ'মাসের জন্য সাসপেন্ড করে সিপিআই। যদিও তন্ময় নিজে তাঁর বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগ অস্বীকারই করে এসেছেন। তন্ময়ের পাশে থেকেছেন তাঁর ঘরণীও।

    এই প্রেক্ষাপটে শুক্রবার থেকে বারাসতে সিপিআই-এর তিনদিনের জেলা সম্মেলন শুরু হলেও শুক্রবারের সেই কর্মসূচির মঞ্চে তন্ময়কে দেখা যায়নি। কিন্তু, তন্ময় যে এখনও সংগঠনে ব্রাত্য নন, সেই বার্তা ইতিমধ্যেই দিয়েছে রাজ্য নেতৃত্ব। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ঘোষণা করেছেন, তাঁদের সংগঠনের রাজ্য সম্মেলনের উপদেষ্টা কমিটিতে রয়েছেন তন্ময় ভট্টাচার্য।

    চলতি বছরের জুলাই মাসে মুর্শিদাবাদ জেলায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে সম্প্রতি মুর্শিদাবাদ থেকেই সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই তালিকায় রবীন দেব, আবদুল হাই, নিরাপদ সর্দারদের পাশাপাশি তন্ময় ভট্টাচার্যেরও নাম ছিল।

    এই প্রেক্ষাপটে শনিবার বইমেলায় হাজির হয়ে তন্ময় কেন বিজেপির স্টলে গেলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হলে, তা অস্বাভাবিক কিছু নয়। যদিও নেহাতই বইপ্রেমী হিসাবে তন্ময় সেখানে ঢুঁ মেরেছিলেন, নাকি রাজনৈতিক সৌজন্যের খাতিরে গিয়েছিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য, তার উত্তর দেবে সময়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)