• ভয়াবহ আগুন নারকেলডাঙ্গার বস্তিতে, মুহূর্তে পুড়ে ছাই সব
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নারকেলডাঙা বস্তিতে ভয়াবহ আগুন। আগুন নেভানোর জন্য ১০ টিরও বেশি ইঞ্জিন উপস্থিত ঘটনাস্থলে। কী থেকে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক দূর থেকে সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তথ্য অনুযায়ী, ঘটনাস্থলের পাশে রাস্তায় দাঁড় করানো গাড়িগুলিতেও আগুন লেগেছে। ছড়িয়ে পড়েছে আগুন। ৪০ টির কাছাকাছি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদিও আশার কথা এখনও পর্যন্ত কোথাও কোনও হতাহতের খবর মেলেনি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। 
  • Link to this news (আজকাল)