• রাইপুরে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, অবরোধ এলাকাবাসীর
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শুক্রবার রাতে রাইপুরে বালি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রাইপুর থানার দুবনালা গ্রামে ওই ঘটনা ঘটে। বেপরোয়া ট্রাক্টরটি বৃদ্ধাকে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, মৃতার নাম তুলসী দুলে(৭০)। দুবনালা গ্রামেই তাঁর বাড়ি। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁরা ওই গ্রামীণ রাস্তায় হাম্প বসানো ও যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে সরব হন। যদিও রাইপুর থানার পুলিস ক্ষোভের বিষয়টি মেনে নিলেও রাস্তা অবরোধ হয়নি বলে দাবি করেছে।


    রাইপুর থানার এক আধিকারিক বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। আমরা ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের জন্য আগেই বালি ভর্তি একাধিক পিচের ড্রাম বসিয়েছি। তারপরেও দুর্ঘটনা ঘটেছে। উত্তেজনা থাকায় পুলিস গ্রামে টহল দিয়েছে। 


    স্থানীয় বাসিন্দা তাপস মণ্ডল, রুমা মণ্ডল বলেন, এর আগেও ওই রাস্তায় দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। তারপরেও বেপরোয়া বালি বোঝাই ট্রাক ও ট্রাক্টরের যাতায়াত কমেনি। এবারও কংসাবতী নদীর ঘাট থেকে বালি ভর্তি ট্রাক্টরগুলি দ্রুতগতিতে গ্রামের মধ্য দিয়ে চলাচল করছে। বারবার নিষেধ করা সত্ত্বেও চালকরা কথা শুনছে না। পুলিস-প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। সেই কারণে আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। 


    উল্লেখ্য, খাতড়া মহকুমা এলাকায় বেআইনি বালির রমরমা কারবার চলছে। কংসাবতী সহ রাইপুর ও সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরা থানা এলাকার একাধিক নদনদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। ট্রাকে ওভারলোড করে দেদার বালি পাচার হচ্ছে। ফলে এলাকার রাস্তাঘাট ভেঙেচুরে যাচ্ছে। জঙ্গলহমলজুড়ে ওই কারবার চললেও পুলিস, প্রশাসন ও ভূমি দপ্তর কার্যত নীরব বলে অভিযোগ। 


    ভূমি দপ্তরের এক আধিকারিক বলেন, খাতড়া মহকুমা এলাকায় কিছু বৈধ বালি ঘাট রয়েছে। সেখান থেকে সরকার রাজস্ব আদায় করে। তবে তার বাইরে কিছু ঘটলে আমরা বলতে পারব না। বিএলএলআরওদের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। বেআইনি বালি, মাটি, মোরাম, পাথর উত্তোলনের অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)