• মহিলা সম্মেলনের মঞ্চে দেউচা পাচামি নিয়ে উচ্ছ্বসিত চন্দ্রিমা
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কখনও বাজেট পেশ করে না‌। যেটা কেন্দ্রের বিজেপি সরকার করে। লাভপুরে জেলা মহিলা সম্মেলনে এসে এভাবেই কেন্দ্র সরকারের বাজেটকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের বাজেটের বিরুদ্ধে মহিলাদের সঙ্ঘবদ্ধ হতে হবে বলেও মহিলাদের আহ্বান জানান তিনি। পাশাপাশি দেউচা পাচামি প্রসঙ্গে তিনি বলেন, সেখানে কয়লা উৎপাদন শুরু হলে আখেরে বীরভূমেরই লাভ হবে। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। এদিন বীরভূম জেলা মহিলা সম্মেলন উপলক্ষ্যে লাভপুরের পঞ্চায়েত সমিতির মাঠে প্রমীলা বাহিনীর ভিড় উপচে পড়ে। সেখানে রাজ্য অর্থমন্ত্রীর এই মন্তব্য তৃণমূলের মহিলা কর্মীদের আরও উজ্জীবিত করবে, এমনটাই মনে করছে জেলা নেতৃত্ব। 


    প্রসঙ্গত, বীরভূমের লাভপুরে প্রথমবার মহিলা জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা মহিলা সভানেত্রী সাহানা মণ্ডল সহ জেলা মহিলা নেতৃত্ব। এদিন শুরু থেকেই কেন্দ্রের বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। বলেন, ‘এই রাজ্যের মেয়েরা কী পেলেন? এটা বিহারের বাজেট হয়েছে, কারণ সামনেই তাদের নির্বাচন। আমাদের রাজ্যের বাজেট নির্বাচনের দিকে তাকিয়ে হয় না। ‌ তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ ছিল। ২০২১ সালে আমাদের সরকার এল তখন লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়। অর্থাৎ ভোটে জিতে আসার পর চালু করা হয়েছে ভোটের দিকে তাকিয়ে নয়। এখানে কেন্দ্রের সাথে রাজ্যের পার্থক্য।’ দেউচা পাচামি প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ পড়ে তিনি বলেন, ‘এই কয়লা প্রকল্প চালু হলে বীরভূম জেলার প্রচুর সুবিধা হবে। একদিকে কয়লা উঠবে, অন্যদিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গড়ে উঠবে বহু মানুষের কর্মসংস্থান। যেহেতু বীরভূমে এই প্রকল্প শুরু হয়েছে তাই এখানকার মানুষ সব থেকে বেশি সুযোগ পাবে। ফলে তারাই বেশি উপকৃত হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)