• মাধ্যমিক-মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে তৎপর প্রশাসন
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামী কাল, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জেলার মোট ১৫৩টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। যার মধ্যে ৮৬টি মেন ভেনু এবং ৬৭ সাব ভেনুতে পরীক্ষা নেওয়া হবে। এবছর জেলায় ৯৪ হাজার ৪৪৮ জন পড়ুয়া পরীক্ষা দেবে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। এবার ৪১ হাজার ৬৯৫ জন ছাত্র পরীক্ষায় বসবে। পাশাপাশি ৫২ হাজার ৭৫৩ জন ছাত্রী পরীক্ষা দেবে। গত বছর মোট ৭৮ হাজার ৩১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। পাশাপাশি, সোমবার থেকে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা। প্রায় সাড়ে ১৫ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দেবে বলে জানা গিয়েছে। মোট ৪১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পৌনে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। ফাজিল পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আলিম ও হাই মাদ্রাসা পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।


    প্রতিটি পরীক্ষার জন্য পৃথকভাবে প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন এবং শিক্ষাদপ্তর। মাধ্যমিকের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আগে থেকেই জেলা প্রশাসনের তরফে পৃথকভাবে পরিদর্শন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, আলো, শৌচালয় এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি বিদ্যালয়গুলিতে সিসিটিভি ক্যামেরা আছে কি না, তাও দেখা হয়েছে। শুক্রবারই প্রতিটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর রিপোর্ট জেলা প্রশাসনের তরফে মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হয়েছে। 


    অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) দীননারায়ণ ঘোষ বলেন, গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। এবছর আমরা শিক্ষাদপ্তরের পাশাপাশি জেলা প্রশাসনের পৃথক টিম প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। পরীক্ষা চলাকালীন আমরা বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করব। সুষ্ঠুভাবে পরীক্ষা হবে বলে আমরা আশা করছি।
  • Link to this news (বর্তমান)