নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: উত্তর বাঁকুড়ার যে সমস্ত এলাকায় হাতির হানা হয়, সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনো নিয়ে অভিভাবকরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। বাঁকুড়া উত্তরের একাধিক জঙ্গল এখন হাতির দখলে চলে গিয়েছে। বড়জোড়া রেঞ্জের বাঁধকানার জঙ্গলে ৬৩টি হাতির একটি বড় দল ঘাঁটি গেড়েছে। গঙ্গাজলঘাটি থেকে সোনামুখী পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় চারটি দলছুট দাঁতাল দাপিয়ে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশাসনের তরফে চারচাকা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। হাতি মোকাবিলায় বনদপ্তরও একগুচ্ছ পদক্ষেপ করেছে। ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে জঙ্গলপথ পেরোতে পারে, সেজন্য বনকর্মীরা টহল দিচ্ছেন। হাতির হামলা ঠেকাতে বিশেষ যান ‘ঐরাবত’কে প্রস্তুত রাখা হয়েছে। তারপরও যাতে সমস্যা না হয়, তা দেখার জন্য বনদপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় শুক্রবার বৈঠক করেছেন। বাঁকুড়া উত্তরের ডিএফও দেবাশিস মহিমাপ্রসাদ প্রধান বলেন, আমাদের একাধিক রেঞ্জে ৬৭টি হাতি রয়েছে। বড় হাতির পালের পাশাপাশি চারটি দলছুট হাতিও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। জঙ্গলমহলের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে যাতে ছাত্রছাত্রীরা সহজে যেতে পারে, তার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। বিশেষ যান ‘ঐরাবত’ সহ অন্য গাড়ি নিয়ে বনকর্মী ও আধিকারিকরা জঙ্গলের রাস্তায় টহল দেবেন। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রশাসন গাড়ির ব্যবস্থা করেছে।
বিধায়ক বলেন, জঙ্গলঘেরা ছোট ছোট গ্রাম থেকে সিংহভাগ পরীক্ষার্থী সাইকেল নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করে। তাদের সুরক্ষার জন্য বনদপ্তরকে সবরকম ব্যবস্থা করতে হবে। আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছি। পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বাড়ি থেকে বেরোতে অনুরোধ করছি। বড়জোড়া ব্লক প্রশাসনকে তাদের জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করতে বলেছি। কোনও সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।