সংবাদদাতা, বহরমপুর: স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপেরবাড়ি এসে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মঘাতী হলেন। মৃতার নাম চুমকি চৌধুরী(২৫)। গত ২৯ জানুয়ারি মুর্শিদাবাদ থানার নতুনগ্রাম বিনপাড়ায় বাড়িতে তিনি কীটনাশক খান। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, কোনও অভিযোগ হয়নি। ঘটনার তদন্ত চলছে। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি স্বামীর সঙ্গে ঝগড়া করে চুমকি বাপেরবাড়ি চলে আসেন। পরের দিন মোবাইলে স্বামীর সঙ্গে বচসা হয়। তারপরই অভিমানে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে ফেলেন। মৃতার বাবা সুভাষ মাহাত বলেন, স্বামীর সঙ্গে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। বাড়িতে কেউ ছিল না। সেই সময় মেয়ে কীটনাশক খায়।