রানিতলায় দেশি মদ সহ গ্রেপ্তার যুবক
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, লালবাগ: শুক্রবার রাতে রানিতলা থানার সাঁকোর মোড় এলাকায় নাকাচেকিং চালানোর সময় পুলিস দেশি মদ সহ এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম হাকিম শেখ। বাড়ি রানিতলা থানার দাদমাটিতে। শনিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এক পুলিস আধিকারিক বলেন, ওই রাতে সাঁকোর মোড় দিয়ে মাদকদ্রব্য পাচার হবে বলে খবর পাওয়া যায়। সেইমতো সন্ধ্যা থেকেই ওই এলাকায় নাকা তল্লাশি শুরু হয়।
Link to this news (বর্তমান)