সংবাদদাতা, কান্দি: নিম্নমানের রাস্তা তৈরি হয়েছে। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বড়ঞার কাটনা গ্রামের বাসিন্দারা। শনিবার বাসিন্দারা নবনির্মিত রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন। যদিও স্থানীয় কুলি পঞ্চায়েত প্রধান জেসমিনা আহম্মেদ বলেন, সিডিউল অনুযায়ী রাস্তার কাজ হয়েছে।
স্থানীয় বাসিন্দা আজিরুল করিম, সাজিনা বিবি বলেন, সম্প্রতি গ্রামের ঢালাই রাস্তা তৈরি হয়েছে। কিন্তু, কয়েকদিনের মধ্যেই রাস্তার পাথর উঠে যেতে শুরু করেছে। এমনকী নির্দিষ্ট মাপ অনুযায়ী রাস্তা তৈরি করা হয়নি। কোথাও দু’ইঞ্চি পর্যন্ত রাস্তা ঢালাই দেওয়া হয়েছে।