• কৃষক ও খেতমজুর সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগ তৃণমূলের
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে কৃষক ও খেতমজুর সংগঠনকে চাঙ্গা করতে তৎপর হল বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। আজ, রবিবার বাঁকুড়ায় সংগঠনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। তার প্রস্তুতিতে গত বৃহস্পতিবার জেলা তৃণমূল ভবনে শাসক দলের বৈঠক হয়। সেখানে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা তৃণমূল ভবনে আজ বেলা ১১টা থেকে ওই সম্মেলন শুরু হবে। সম্মেলনে তৃণমূলের জেলা নেতৃত্ব ও ব্লক সভাপতিরা উপস্থিত থাকবেন। অরূপবাবু বলেন, ছাতনার নেতা শঙ্কর চক্রবর্তীকে ‘কিষান ও খেতমজুর তৃণমূল কংগ্রেসের’ জেলা সভাপতি করা হয়েছে। রবিবার বাঁকুড়া শহরে সংগঠনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে প্রায় দেড় হাজার প্রতিনিধি উপস্থিত থাকবেন। তালডাংরা উপ নির্বাচনে আমরা রেকর্ড ব্যবধানে জয় পেয়েছি। ওই জয়ের পিছনে চাষি ও খেতমজুরদের বড় অবদান রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের জন্য কৃষকবন্ধু প্রকল্প চালু করেছেন। নগদের পাশাপাশি চাষিদের বিভিন্ন প্রকল্পের আওতায় বিনামূল্যে সার, বীজ, কৃষি সরঞ্জাম দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য কৃষকদের বেশি সুবিধা দিয়ে থাকে। খেতমজুরদের পারিশ্রমিকও আগের তুলনায় অনেক বেড়েছে। রাজ্য সরকারের উন্নয়ন ও কর্মসূচি গ্রামের খেতখামারে প্রচার করতে কৃষক ও খেতমজুর সেলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সম্মেলনে বিভিন্ন অঞ্চল থেকে আসা ওই শাখা সংগঠনের নেতা-কর্মীদের বিষয়টি বুঝিয়ে বলা হবে। 


    অরূপবাবু আরও বলেন, এবার আমরা জেলার ১২টি বিধানসভা আসনেই জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চলেছি। তারজন্য সাংগঠনিক কাজকর্ম এখন থেকেই শুরু করা হয়েছে। ‘মাদারের’ পাশাপাশি দলের শাখা সংগঠনগুলিকেও এখন থেকে ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)