সংবাদদাতা, কৃষ্ণনগর: শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস গ্রামে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের তালা ভেঙে লক্ষাধিক টাকা চুরি হল। শিবনিবাস পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে এই চুরি হওয়ায় আতঙ্কে ভুগছেন বাসিন্দারা।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনিবাস গ্রামের হালদারপাড়ায় ওই গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। স্টেট ব্যাঙ্কের সিএসপি ব্রাঞ্চ লাগোয়া একটি দোকানও আছে। সেই দোকানের তালা ভেঙে ঢোকে চোরেরা। দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় সাড়ে চার হাজার টাকা ও সিএসপিতে ঢুকে ড্রয়ারের তালা ভেঙে নগদ চার লক্ষ ১৭ হাজার টাকা চুরি করে। শনিবার সকালে বিষয়টি নজরে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিস। কারা চুরির সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিস। সিএসপির মালিক চিরন্তন সরকার বলেন, আমাদের গ্রাহক সেবা কেন্দ্র ও দোকান মিলিয়ে চার লক্ষ টাকার বেশি চুরি হয়েছে। পুলিসকে জানিয়েছি। পুলিস এসে দেখে গিয়েছে।