রানিতলায় বাংলাদেশি গ্রেপ্তার
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, লালবাগ: অনুপ্রেবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল রানিতলা থানার পুলিস। ধৃতের নাম সুমন বিশ্বাস। বাড়ি রাজশাহী জেলার লক্ষ্মীপুর ভাটপাড়া। ধৃতকে শনিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি শুক্রবার বিকেলে রানিতলা থানার সীমান্তবর্তী চরকুঠি এলাকায় ঘোরাঘুরি করছিল। তখন হারুডাঙা ৭৩ নম্বর ব্যাটেলিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ওই যুবককে আটক করে। বিএসএফ ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যুবক অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে। পরে বিএসএফের পক্ষ থেকে ওই যুবককে রানিতলা থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। রানিতলা থানার এক পুলিস আধিকারিক বলেন, ওই বাংলাদেশি যুবক এদেশে প্রবেশের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
Link to this news (বর্তমান)