• ফুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বন্ধ ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। শনিবার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ায় ওই গৃহবধূর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম অপর্ণা হালদার। এই ঘটনায় মৃতার পরিবারের লোকজন জামাইয়ের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তের নেমেছে শান্তিপুর থানার পুলিস। এই ঘটনার পরই পলাতক অভিযুক্ত জামাই। 


    শান্তিপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার বাপেরবাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ রাজাপুর এলাকায়। প্রায় ১২ বছর আগে ফুলিয়া নতুন বুইচা এলাকার বাসিন্দা সুখেন বিশ্বাসের সঙ্গে  অপর্ণাদেবীর প্রেম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে দাম্পত্য কলহ শুরু হয়। মৃতার পরিবারের দাবি, শ্বশুরবাড়িতে তাঁদের মেয়েকে অত্যাচার করা হতো। সম্প্রতি অপর্ণাদেবী বাপেরবাড়িতে থাকছিলেন। শুক্রবার তিনি শ্বশুরবাড়িতে যান কিছু কাগজপত্র নিতে। কিন্তু, শনিবার সকালে অপর্ণাদেবীর বাড়ির লোকজন জানতে পারেন, তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। ফুলিয়ায় এসে তাঁরা জানতে পারেন, ঘর থেকে তাঁদের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ওই গৃহবধুর পরিবার পরিজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিস। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিস মর্গে পাঠায়। পরে মৃতার পরিবারের লোকজন শান্তিপুর থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। 
  • Link to this news (বর্তমান)