নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের একটি গাড়ি। দুর্ঘটনায় আকাশ দাস(৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা অনেকেই জখম হয়েছেন। শনিবার ভোরে পুরুলিয়ার হুড়া থানার পথের সাথী লজের কাছেই এই দুর্ঘটনা ঘটে।
পুলিস জানিয়েছে, পর্যটকবোঝাই গাড়িটি উত্তর ২৪ পরগণার গোবরডাঙা থেকে অযোধ্যা পাহাড়ে যাচ্ছিল। গাড়িতে প্রায় ২৫জন পর্যটক ছিল। ভোর পৌনে ৬টা নাগাদ পর্যটকরা গাড়ির ভিতরেই ঘুমোচ্ছিলেন। হুড়ার কাছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়ির একদম সামনে ড্রাইভারের পাশের আসনেই আকাশবাবু বসে ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গাড়িতে থাকা প্রায় আটজন পর্যটক জখম হন। তাঁদের মধ্যে চারজনকে পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতের ভাই সুদীপ দাস বলেন, আমরা দু’টো গাড়িতে অযোধ্যা যাচ্ছিলাম। এই গাড়িটা দুর্ঘটনার কবলে পড়তেই সবাই চিত্কার চেঁচামেচি শুরু করে দেয়। ইমারজেন্সি গেটও খুলছিল না। আমরা অন্য গাড়ির পর্যটকদের ফোন করি। তাঁরা এসে আমাদের উদ্ধার করেন। গাড়িতে অনেক বাচ্চাও ছিল। দুর্ঘটনায় প্রায় আট-নয়জন কমবেশি চোট পান। কয়েকজন গুরুতর জখম হয়েছেন।