৫ মার্চ থেকে শান্তিপুরের ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য প্রক্রিয়াকরণ শুরু
বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ৫৭হাজার টন কঠিন বর্জ্য! শান্তিপুর শহরের ১০নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ের মতো জমে থাকা এই বর্জ্য স্থানীয়দের দুর্ভোগের অন্যতম কারণ। এবার সেই বর্জ্য প্রক্রিয়াকরণ ও অন্যত্র সরানো শুরু হবে। ৫ মার্চ থেকেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা বর্জ্য প্রক্রিয়াকরণ শুরু করতে চলেছে। সেইসঙ্গে প্রতিদিন কিছুটা করে আবর্জনা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। একইদিনে নবদ্বীপ ডাম্পিং গ্রাউন্ডেও বর্জ্য প্রক্রিয়াকরণ শুরু হতে চলেছে।
শান্তিপুর পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিলের সদস্য শুভজিৎ দে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চেয়ারম্যান প্রথম থেকেই উদ্যোগী ছিলেন। চলতি সপ্তাহে সেই কাজ শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ৫ মার্চ থেকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা কাজে নেমে পড়বে। বর্জ্য প্রক্রিয়াকরণের সঙ্গে জমে থাকা আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়া চলবে। সমস্ত আবর্জনা সরাতে প্রায় ১৮মাস সময় লাগতে পারে। নদীয়া জেলার দু’টি গুরুত্বপূর্ণ জনবহুল শহর নবদ্বীপ ও শান্তিপুর। এই দুই জনপদ মন্দিরের শহরও বটে। বর্জ্য প্রক্রিয়াকরণ শুরু হলে শহর দু’টির জনস্বাস্থ্য পরিষেবার উন্নতি হবে। এর মধ্যে শান্তিপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। শহরের মধ্যেই আবর্জনা ফেলার জায়গা হওয়ায় আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকদিন ধরে বর্জ্য প্রক্রিয়াকরণ শুরুর কথা থাকলেও তা ঝুলে ছিল। ফলে যত সময় গড়িয়েছে, ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার স্তূপ তত উঁচু হয়েছে। এখন শান্তিপুরে ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকা আবর্জনার পরিমাণ ৫৭হাজার টন। সম্প্রতি রাজ্য সরকারের উদ্যোগে ও শান্তিপুর পুরসভার চেষ্টায় এই বর্জ্য প্রক্রিয়াকরণ নিয়ে একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়। ঠিক হয়েছে, ওই সংস্থা ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকা কঠিন বর্জ্য তুলে পুনর্ব্যবহারের জন্য অন্যত্র নিয়ে যাবে। ১৮ মাস ধরে এই প্রক্রিয়া চলবে। সেইসঙ্গে বর্জ্য প্রক্রিয়াকরণও শুরু হবে। এতদিন কাজ শুরুর তারিখ ঠিক হচ্ছিল না। অবশেষে শান্তিপুর পুরসভা জানিয়েছে, ৫ মার্চ থেকে সেই কাজ শুরু হবে। শান্তিপুরের সঙ্গে একই দিনে নবদ্বীপ ডাম্পিং গ্রাউন্ডেও কাজ শুরু হবে। নবদ্বীপ পুরসভা সূত্রে খবর, ২৪ ওয়ার্ডের শহরে প্রায় দেড় লক্ষ মানুষ বাস করেন। প্রতিদিন শহরে প্রায় ৬১টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। দিনের পর দিন সেই কঠিন বর্জ্য নয় একর ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকছে। বর্জ্য প্রক্রিয়াকরণ শুরু হলে খুব সুবিধা হবে।