• বিজেপি বিধায়ককে আক্রমণ উদয়নের, ‘নয়ে নয়’-এর ডাক
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূলের কর্মিসভা থেকে বিজেপির জেলা সভাপতি তথা ওই কেন্দ্রের বিধায়ককে তীব্র আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপির খাসতালুক বলে পরিচিত কোচবিহার উত্তর বিধানসভায় তৃণমূলের উত্থানের সময় থেকে আজ পর্যন্ত জিততে পারেনি। গত লোকসভা নির্বাচনেও এখানে বিজেপি প্রায় ১৮ হাজার ভোটে লিড নিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনে কিছু আসন পেলেও, বিজেপির দাপটই এখানে বেশি। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের এলাকা বলে পরিচিত এই কেন্দ্রে তৃণমূল এখনও পর্যন্ত তেমন সুবিধা করতে না পারায় স্বাভাবিক ভাবেই এই কেন্দ্রটির উপর তাদের আলাদা নজর রয়েছে। 


    লোকসভা নির্বাচনে জয়ের পর জেলায় আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস এবার ‘নয়ে নয়’-এর ডাক দিয়েছে। কিন্তু অন্যান্য বিধানসভা আসনের থেকে কোচবিহার উত্তর বিধানসভা জয় যে কিছুটা কঠিন, তা তৃণমূল বেশ ভালোই বুঝতে পারছে। এখানে তাদের শক্ত নেতৃত্বেরও অভাব রয়েছে। এই পরিস্থিতিতে এদিন বোকালিরমাঠ এলাকায় বিধানসভাভিত্তিক জেলার শেষ কর্মিসভা থেকে স্থানীয় বিধায়ক সুকুমার রায়কে তীব্র আক্রমণ করেন তিনি। পুরনো মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোচবিহার উত্তর বিধানসভার মানুষ কি ভালো প্রতিনিধি চান না? এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।


    বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, যত আক্রমণ করবে তত আমাদের ফল ভালো হবে। যে মামলার কথা বলা হয়েছে, সেটার ফাইনাল রিপোর্ট হয়ে গিয়েছে। মামলাই নেই।  কী আর উল্লেখ করব।


    এদিনের কর্মিসভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সহ অন্যরা। তবে এদিনের বিধানসভাভিত্তিক শেষ কর্মিসভাতেও ছিলেন না বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ তথা দলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)