নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: খুদে পড়ুয়াদের নিয়ে আব্দুলঘাটা বনাঞ্চলে দুদিনব্যাপী প্রকৃতি পাঠ শিবির শুরু করল হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন নামে একটি পরিবেশপ্রেমী সংগঠন। ৬ থেকে ১৪ বছর বয়সী ৩২ জন পড়ুয়াকে নিয়ে এই ক্যাম্পের আয়োজন। সংগঠনটির সম্পাদক পার্থ পাল বলেন, আগামী প্রজন্মের মধ্যে প্রকৃতি রক্ষার বার্তা দিতেই এই কর্মসূচি। শনি এবং রবিবার এই ক্যাম্পের তাঁবুতেই থাকবে খুদে পড়ুয়ারা। এখানে থেকেই আমাদের দক্ষ পর্যবেক্ষকদের থেকে শিখবে কীভাবে প্রকৃতির মাঝে বসবাস করা যায়। এদিন ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অতনু বন্ধু লাহিড়ী প্রমুখ। নিজস্ব চিত্র