নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সংশ্লিষ্ট ক’টি দপ্তরের অনুমোদন মিললেই ৩৬ মাসের মধ্যে সেভকের করোনেশন সেতুর বিকল্প সেতু নির্মাণের কাজ শেষ করা হবে। বিকল্প সেতু নিয়ে কেন্দ্রীয় পূর্ত ও সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার প্রশ্নের উত্তরে এমনটাই জবাব এসেছে। জানানো হয়েছে বন ও পরিবেশ এবং অন্যান্য একাধিক দপ্তরের অনুমোদন মিললেই ১১৯০ কোটি টাকা বরাদ্দ দেবে কেন্দ্র। এরপরেই মাত্র ৩৬ মাসের মধ্যেই কাজ সম্পন্ন করা হবে। এই খবর আসতেই উচ্ছ্বসিত দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সাংসদ জানিয়েছেন, প্রস্তাবিত সেভকের বিকল্প সেতুর জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা একেবারে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে। বেশকিছু জায়গায় নতুন নকশা তৈরি করে অ্যাপ্রোচ রোড সহ এই নতুন সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। এবিষয়ে কয়েকটি অনুমোদন প্রয়োজন। তা মিললেই সবুজ সঙ্কেত দেবে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক। উল্লেখ্য, সেভক করোনেশন সেতু সংলগ্ন এলাকায় নতুন ব্রিজ তৈরি পরিকল্পনা বেশ কিছু বছর ধরেই চলছে। রাজ্য যে প্রস্তাব পাঠিয়েছিল তাতে নতুন সেতুর দৈর্ঘ্য হবে ৬.৮৫ কিলোমিটার। এই সেতুটি ১০ নম্বর জাতীয় সড়কের সেভকের সঙ্গে ১৭ নম্বর জাতীয় সড়কের এলেনবাড়ি এলাকাকে জুড়বে।