• অদম্য জেদ নিয়েই মাধ্যমিকে বসছে কোয়েল
    বর্তমান | ০৯ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও অদম্য জেদ সম্বল করে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, শহরের নিউ উকিলপাড়ার বাসিন্দা কোয়েল বর্মন(১৫)। সে রায়গঞ্জের সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিকুলতা যেমন তার জন্মসূত্রে পাওয়া, তেমনই জীবনযুদ্ধ লড়াই করার জেদও ছোটো থেকেই। আগামীকাল সে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে। তার পরীক্ষার সিট পড়েছে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। কোয়েলের গৃহশিক্ষিকা নেহা রায় বলেন, কোয়েলকে গত ৫ বছর ধরে পড়াই। ওর পড়াশোনায় মন আছে।  ওকে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে হয়। ও লিখতে পারে না। ওর শরীর প্রায় ৯৫ শতাংশই অসাড়। লেখকের সাহায্যে ও পরীক্ষা দেবে। কোয়েলের মা ভারতী বর্মন বলেন, আমার স্বামী শারীরিক অসুস্থতার কারণে পাঁচ বছর আগে মারা গিয়েছেন। বড় মেয়ে কোয়েল ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। কিন্তু ওর পড়াশোনায় আগ্রহ রয়েছে। তাই আমিও মেয়েকে নিয়ে লড়ছি। একা হাতে সবটা করতে হয়। ওর পরীক্ষার জন্য লেখক রাখা হয়েছে। তবে নতুন লেখক কোয়েলের কথা বুঝতে পারবে কি না তা নিয়ে সংশয়ে আছি। শিক্ষক শিক্ষিকা, কো-অর্ডিনেটর সকলেই সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। রায়গঞ্জ সদর চক্রের বিশেষ শিক্ষক জয় দাস বলেন, কোয়েলের মতো একজন লড়াকু পরীক্ষার্থী মাধ্যমিকে বসছে। এটাই বড় কথা। সর্বশিক্ষা মিশন ওকে সহায়তা করেছে। ও আগামীতে আরও এগিয়ে যাক এটাই চাই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)